ফরিদপুরের নগরকান্দায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে নগরকান্দা থানা পুলিশ।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরযশোরদী ইউনিয়নের আসফরদী এলাকা থেকে সাইদ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। এসময় আসামির কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে। আটককৃত আসামি আবু সাইদ ভাঙ্গা উপজেলার আলগী গ্রামের কামাল মাতুব্বরের ছেলে।
এবিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বিডি২৪লাইভকে বলেন, আটককৃত আসামির কাছ থেকে ১৮০ পিচ ইয়াবা জব্দ করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কুশল/সাএ
সর্বশেষ খবর