ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এবার প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীরাই ভোটদানের সুযোগ পাবেন। তবে নির্দিষ্ট বিধান না মানলে ছয় ধরনের ত্রুটির কারণে তাদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে পাওয়া তথ্যানুসারে, বিদেশে অবস্থানরত প্রায় তিন লাখ প্রবাসী ইতোমধ্যে অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন। রাত সাড়ে আটটা পর্যন্ত নিবন্ধন সংখ্যা ছিলো দুই লাখ ৮০ হাজার ২৬৭। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
ইসি কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, নিবন্ধনকারীরা তাদের দেওয়া ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম পাবেন। নির্দিষ্ট নিয়মে ভোট দিয়ে খামটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠালেই তা গণনায় অন্তর্ভুক্ত হবে। এজন্য গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) পোস্টাল ব্যালট সংক্রান্ত বিধান সংযোজন করা হয়েছে।
যে ছয় কারণে পোস্টাল ব্যালট বাতিল হবে
গণপ্রতিনিধিত্ব আদেশ, ২০২৫-এর ২৭ অনুচ্ছেদ অনুযায়ী নিচের যেকোনো পরিস্থিতিতে পোস্টাল ব্যালট গণনায় যুক্ত হবে না—
১. কোনো প্রতীকের পাশে টিক বা ক্রস না থাকলে। ২. একাধিক প্রতীকের পাশে চিহ্ন দিলে। ৩. চিহ্ন এমনভাবে দেওয়া হলে যাতে কোন প্রার্থীকে ভোট দেওয়া হয়েছে তা পরিষ্কারভাবে বোঝা না যায়। ৪. অনুচ্ছেদ ৩৭এ অনুযায়ী গণনার আগেই ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে না পৌঁছালে। ৫. আদালতের সিদ্ধান্তে সংশ্লিষ্ট আসনের প্রার্থীতালিকায় পরিবর্তন এলে। ৬. ভোটারের প্রয়োজনীয় ঘোষণা না থাকলে।
পোস্টাল ব্যালট গণনার পদ্ধতি
আরপিও অনুযায়ী, প্রতিটি আসনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়কে পোস্টাল ব্যালট গণনার কেন্দ্র হিসেবে ধরা হবে। প্রিসাইডিং কর্মকর্তা প্রার্থী বা তাদের এজেন্টদের উপস্থিতিতে খাম খুলে বিধি অনুযায়ী ভোট গণনা করবেন। গণনা শেষে নির্ধারিত ফরমে সত্যায়িত বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে। এরপর এই ফল মোট নির্বাচনী ফলাফলের সঙ্গে যুক্ত হবে।
কোন কোন দেশ থেকে কত নিবন্ধন
ইসির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবাসী নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে ৭৬,৭৫৮ জন। এরপর যুক্তরাষ্ট্রে ২০,৩৬০, কাতারে ২০,১৮৫, সংযুক্ত আরব আমিরাতে ১৭,৪৮৬, মালয়েশিয়ায় ১৫,৮৭৭, সিঙ্গাপুরে ১৪,৩৮৩, যুক্তরাজ্যে ১২,৮৭১, ওমানে ১০,১৬৮, কানাডায় ৯,৬৫৯ এবং দক্ষিণ কোরিয়ায় ৯,৫৮০ জন।
জেলার মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে ঢাকা জেলায় ৩২,২৯৪ জন। আর আসনভিত্তিক হিসেবে সর্বোচ্চ নিবন্ধন নোয়াখালী-১ আসনে ৪,৭৬৩ জন।
কাদের জন্য পোস্টাল ভোটের সুযোগ
প্রবাসীদের পাশাপাশি পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন,ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি কর্মচারীরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা,আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা।
দেশের ভেতরের এসব ক্যাটাগরিতে নিবন্ধন তফসিল ঘোষণার পর শুরু হবে। কর্মরত সরকারি কর্মকর্তারা ও কয়েদিদের নিবন্ধন চলবে তফসিল ঘোষণার পরবর্তী ১৫ দিন পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েনের সিদ্ধান্তের পর নিবন্ধন করবেন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, বুধবার (১০ ডিসেম্বর) রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে ফুল কমিশন। একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল রেকর্ড করা হবে। এদিন অথবা পরদিনই তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে। আর ভোটগ্রহণ হতে পারে আগামী ৮ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে।
কুশল/সাএ
সর্বশেষ খবর