ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে গেলেন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে নির্বাচন ভবন ছেড়ে যায় কমিশনের গাড়ি বহর।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ফুল কমিশন রয়েছে এ বহরে।
জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি, ভোটের তারিখসহ সার্বিক বিষয় তুলে ধরবেন রাষ্ট্রপতির কাছে।
সাক্ষাৎ শেষ করে বিটিভির সঙ্গে তফসিল ও জাতির উদ্দেশ্য ভাষণ রেকর্ড করবেন সিইসি। সবকিছু ঠিক থাকালে আজ সন্ধ্যায় কিংবা আগামীকাল তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর