ইসরায়েলের অব্যাহত হামলায় বিপর্যস্ত গাজায় এবার ঝড় ‘বায়রন’ আঘাত হেনেছে। টানা ভারী বর্ষণ ও হঠাৎ বন্যায় দক্ষিণ গাজার বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও তাঁবুতে অবস্থানরত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে।
গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, আবু মারহিল ক্যাম্পসহ একাধিক এলাকায় তাঁবু প্লাবিত হয়ে বহু পরিবার আটকা পড়েছে। শিশু ও বয়স্করা ঠান্ডা ও পানিবন্দি অবস্থায় মারাত্মক ঝুঁকির মুখে রয়েছেন।
জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানেজ বলেন, মানবিক বিপর্যস্ত গাজায় মানুষ "ঠান্ডায় জমে যাচ্ছে এবং ক্ষুধায় তাড়া খাচ্ছে", আর ঝড় বায়রনের কারণে তাদের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠেছে। তার ভাষায়, “গাজার মানুষের জন্য এই দুঃস্বপ্ন থামার কোনো লক্ষণ নেই।”
ইতিমধ্যে আইসল্যান্ড ২০২6 সালের ইউরোভিশন সঙ কনটেস্ট বয়কটের ঘোষণা দিয়েছে—ইসরায়েলের অংশগ্রহণকে কেন্দ্র করে এটি পঞ্চম দেশ হিসেবে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াল।
গাজায় ইসরায়েলের চলমান অভিযানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে *০,৩৬৯ জনে এবং আহত ১,৭১,০৬৯ জনে। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল ১,১৩৯ জন, আর প্রায় ২০০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।
গাজায় চলমান মানবিক সংকটের মধ্যেই ঝড় বায়রনের আঘাত পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তুলেছে বলে জানিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর