যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে একটি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে বলে বুধবার জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপোড়েন বাড়তে থাকায় এই ঘটনা নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
ওয়াশিংটনে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা এখনই ভেনিজুয়েলার উপকূলে একটি বিশাল তেল ট্যাঙ্কার জব্দ করেছি—এটি সম্ভবত সবচেয়ে বড় জব্দ হওয়া ট্যাঙ্কার।” তিনি আরও বলেন, “ভালো কারণেই ট্যাঙ্কারটিকে জব্দ করা হয়েছে।” তবে বিস্তারিত ব্যাখ্যা দিতে তিনি অস্বীকৃতি জানান। ট্যাঙ্কারের তেল নিয়ে কী করা হবে—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, “আমরা রাখব, মনে হয়।”
মার্কিন কোস্ট গার্ড–নৌবাহিনীর যৌথ অভিযান
একজন মার্কিন কর্মকর্তা জানান, কোস্ট গার্ডের নেতৃত্বে এবং নৌবাহিনীর সহায়তায় আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষমতার অধীনে অভিযানটি পরিচালিত হয়। কোস্ট গার্ড সদস্যরা ক্যারিবীয় সাগরে অবস্থানরত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ থেকে হেলিকপ্টারে করে ট্যাঙ্কারে ওঠেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় হেলিকপ্টার থেকে দ্রুত অবতরণ করে কোস্ট গার্ড সদস্যরা অস্ত্র হাতে জাহাজের নিয়ন্ত্রণ নিচ্ছেন। বন্ডির দাবি, ট্যাঙ্কারটি বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল এবং এটি “বিদেশি সশস্ত্র গোষ্ঠীগুলোর সহায়তায় জড়িত অবৈধ তেল নেটওয়ার্কের অংশ”।
ভেনিজুয়েলার ক্ষুব্ধ প্রতিক্রিয়া
ঘটনাটিকে “স্পষ্ট চুরি ও আন্তর্জাতিক জলদস্যুতা” বলে আখ্যায়িত করেছে মাদুরো সরকার। এক বিবৃতিতে কারাকাস জানায়, “ভেনিজুয়েলার বিরুদ্ধে দীর্ঘদিনের আগ্রাসনের প্রকৃত উদ্দেশ্য পরিষ্কার—এটি সবসময় আমাদের প্রাকৃতিক সম্পদ, তেল ও জ্বালানি দখলের চেষ্টা।”
আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে
মার্কিন প্রশাসন এ অঞ্চলে কয়েক দশকের মধ্যে সর্ববৃহৎ সামরিক উপস্থিতি গড়ে তুলেছে। সাম্প্রতিক মাসগুলোতে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদক-চোরাচালানকারী জাহাজে কয়েকটি প্রাণঘাতী হামলাও চালানো হয়েছে; এসব নিয়ে যুক্তরাষ্ট্রে কংগ্রেসে বাড়ছে সমালোচনা।
নতুন এই ট্যাঙ্কার জব্দ অভিযান ভেনিজুয়েলা–মার্কিন সম্পর্ককে আরও তিক্ত করে তুলবে বলে বিশ্লেষকদের ধারণা।
সূত্র- এপিনিউজ।
সাজু/নিএ
সর্বশেষ খবর