সিরাজগঞ্জে শালিস বৈঠকে হারান আলী শেখ (৫৫) নামে এক ভ্যানচালক শশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। এ সময় তাদের মারপিটে নিহত হারান আলীর স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ইকবাল হোসেন, মেয়ে শাপলা খাতুন ও নাতি আল-আমিন আহত হয়েছেন।
বুধবার (১১ ডিমেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাক্ষণগাতি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত হারান আলী শেখ সদর উপজেলার বহুলী ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের আবেদ আলীর ছেলে।
নিহতের ছেলে ইকবাল হোসেন জানান, তার বোন শাপলা ও বোন জামাই আবুল কালামের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে বুধবার বিকেলে বোন জামাইয়ের বাড়িতে শালিসি বৈঠক বসে। বৈঠকের শেষ দিকে বোন জামাই ও তার পরিবারের লোকজন মিলে শালিসে হামলা করেন। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে বাবা, মা, বোন, ভাগ্নে ও তাকে মারধর করা হয়। আহত অবস্থায় সবাইকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার উপ-পরিদর্শক সোহাগ হোসাইন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর