ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় (১১ ডিসেম্বর) জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করে এ তথ্য জানান তিনি।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, যাচাই–বাছাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়সহ অন্যান্য প্রক্রিয়া নির্ধারিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন হবে বলে জানিয়েছে ইসি। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও কমিশন জানায়।
ইসি সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থা থাকবে। ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোবাইল টিমও কাজ করবে।
এর আগে, নির্বাচন কমিশন এক নির্দেশনায় জানায়, সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পরদিন হতে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর আওতায় আচরণবিধি প্রতিপালনার্থে প্রতি উপজেলা/থানায় অন্যূন দুইজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এরমধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন।
সাজু/নিএ
সর্বশেষ খবর