২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে পাঠানো নির্দেশনার ভিত্তিতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে জানানো হয়, ২০২৫ সালের এইচএসসি, সমমান এবং আলিম পরীক্ষা এনসিটিবির পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রযোজ্য হবে। অর্থাৎ, এসব শিক্ষার্থীরা নতুন সিলেবাস নয়, বরং ২০২৫ খ্রিস্টাব্দের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে পরীক্ষা দেবে।
সমস্ত শিক্ষা বোর্ড, প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের এই নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বোর্ডের চিঠিতে পরীক্ষার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
শিক্ষা এর সর্বশেষ খবর