ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদীকে দুর্বৃত্ত কর্তৃক গুলির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তি দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের ছাত্র-জনতা।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে পৌর ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি মুক্তমঞ্চে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক হারিছুর রহমান রনি, জুলাই আন্দোলনের সংগঠক রাকিব মনি ইফতি এবং আমিনুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, রাজনৈতিক ভিন্নমত দমন নয়, 'গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। একটি স্বাধীন দেশে গুলির মত ন্যক্কারজনক ঘটনা মেনে নেওয়া যায় না। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।'
মাসুম/সাএ
সর্বশেষ খবর