ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন এলাকা থেকে তার ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, উপজেলার রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার এলাকায় ঈদগাহ সংলগ্ন স্থানে ট্রেনে কাটা একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ওই যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে যুবকের একটি কাপড়ের ব্যাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের যে কোনো এক সময়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। উদ্ধারকৃত মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি।
স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান, রাজাপুর রেলস্টেশনের দক্ষিণ আউটার ঈদগাহ সংলগ্ন এলাকায় রাতের কোনো এক সময়ে ঊর্ধ্বগামী ট্রেন থেকে পড়ে ওই যুবক নিহত হয়ে থাকতে পারেন বলে তার ধারণা। নিহতকে স্থানীয় কেউ চিনতে পারেনি। তার পরিধেয় পোশাক দেখে ধারণা করা হচ্ছে, তিনি খেটে খাওয়া একজন সাধারণ মানুষ।
এ বিষয়ে ওসি মোহাম্মদ লুৎফুর রহমান আরও বলেন, আজ সকালে রাজাপুর নোয়াপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর