ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতির সাদা দল।
শনিবার (১৩ ডিসেম্বর) জবি সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইছ উদ্দীন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ হামলার প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দেশ বর্তমানে এক সংকটপূর্ণ সময় অতিক্রম করছে। এমন বাস্তবতায় বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। শরীফ ওসমান হাদির ওপর এই হামলাকে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বলা হয়, যারা দেশের স্থিতিশীলতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায়, এ ঘটনা তাদেরই অপচেষ্টা।
এতে আরও বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিত ও মনগড়া বক্তব্য প্রকৃত অপরাধীদের আড়াল করার সুযোগ তৈরি করে। যারা এমন অপতৎপরতায় লিপ্ত, তাদের দায়িত্বশীল আচরণ প্রদর্শনের আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আহত শরীফ ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি তাঁর সুস্থতা প্রত্যাশা করা হয়।
উল্লেখ্য, শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান বিন হাদি। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর