জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার (সিএমপি) হাসিব আজিজ। গত রোববার রাতে এক বেতার বার্তায় সিএমপির ১৬ থানার ওসিদের এই নির্দেশনা দেন তিনি।
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা এবং অনলাইন-অফলাইনে হুমকি-ধমকির পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কর্মকর্তারা।
১৬ থানার ওসি ও পুলিশ সদস্যদের উদ্দেশে দেওয়া বেতার বার্তায় হাসিব আজিজ বলেন, ‘এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সংশ্লিষ্ট সবার চলাচল, তারা যেখানে বসবাস করেন, যেসব অফিসে যান, দলীয় কার্যালয়ে যাতায়াত করেন কিংবা যেখানে নির্বাচনি পথসভা করেন–সেসব স্থানে যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার ওসিরা তাদের সঙ্গে সরাসরি কথা বলবেন এবং সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তার সম্পূর্ণ ব্যবস্থা গ্রহণ করবেন।’
এনসিপি ও বৈষম্যবিরোধী নেতাদের ওপর কোনো হুমকি আছে কিনা জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, ‘আমরা কাউকে কোনো সুযোগ দিতে চাই না। দেশে এবং বিদেশে বসে ফ্যাসিস্ট ও কুচক্রী মহল হুমকি দিচ্ছে সেজন্য এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকতে বলেছি এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা নিতে বলেছি।’
এদিকে, ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর চট্টগ্রামে এনসিপির নেতারা নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। এনসিপির চট্টগ্রাম-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ বলেন, ‘শরিফ ওসমান হাদির ঘটনার পর ব্যক্তিগত ও দলীয়ভাবে চলাচল সীমিত করেছি। নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। কিন্তু আমরা নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিন্ত না।’
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর