ঢাকার কেরানীগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় ও মুখে এবং গলায় গামছা দিয়ে পেঁচানো অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন বলসুতা এলাকায় মেকাইল বড় মাদ্রাসার উত্তর পাশে সুজন হাউজিংয়ের কলা বাগানের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশের খবর দেয়। মরদেহটি কলাবাগানের ভেতর পাতা দিয়ে মোড়ানো অবস্থায় ছিল এবং গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম জানান, ধারণা করা হচ্ছে কোথাও থেকে হত্যা করে এনে মরদেহ গুম করার উদ্দেশ্যে কলাবাগানের ভেতর ফেলে যাওয়া হয়েছিল। মরদহের পরিচয় নিশ্চিত করতে পিবিআই-এর মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করা হলেও পরিচয় এখনো পর্যন্ত শনাক্ত হয়নি। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করে তদন্ত চলমান রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর