ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ১৯তম আসরের নিলাম অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে দলগুলো তারকা ও উদীয়মান ক্রিকেটারদের দলে ভেড়াতে ব্যস্ত সময় পার করছে। নিলামের শুরু থেকেই কোটি টাকার লড়াই, রেকর্ড দামে খেলোয়াড় কেনা এবং বড় চমক নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের।
বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান নিলামের অন্যতম আলোচনায় পরিণত হন। ৯ নম্বর সেটে তার নাম উঠতেই একাধিক দলের মধ্যে দরকষাকষি শুরু হয়। শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটিই আইপিএল নিলামে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।
কলকাতা নাইট রাইডার্স নিলামে সবচেয়ে আক্রমণাত্মক দলগুলোর একটি হিসেবে নিজেদের প্রমাণ করেছে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিনকে তারা কিনেছে সর্বোচ্চ ২৫ কোটি ২০ লাখ রুপিতে। পাশাপাশি শ্রীলঙ্কার গতিময় পেসার মাথিশা পাথিরানাকে দলে ভেড়ানো হয়েছে ১৮ কোটি রুপিতে। নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র, টিম সেইফার্ট ও ফিন অ্যালেনকেও দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
চেন্নাই সুপার কিংস নিলামে বেশ ভারসাম্যপূর্ণ দল গঠন করেছে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন, নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এবং ভারতের রাহুল চাহারকে দলে নেয় তারা। দলটিতে আগের মতোই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ঋতুরাজ গায়কোয়াড় ও শিভাম দুবের মতো তারকারা।
দিল্লি ক্যাপিটালস দলে নিয়েছে দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার ও ইংল্যান্ডের বেন ডাকেটকে। পাশাপাশি শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা ও নিউজিল্যান্ডের কাইল জেমিসনকেও স্কোয়াডে যুক্ত করেছে তারা।
গুজরাট টাইটান্স তাদের মূল কাঠামো ধরে রেখেছে। শুভমান গিল, রশিদ খান, জস বাটলার ও কাগিসো রাবাডার মতো তারকারা রিটেইন তালিকায় আছেন। নিলাম থেকে জেসন হোল্ডার ও টম বেনটনকে দলে নিয়েছে দলটি।
মুম্বাই ইন্ডিয়ান্স রিটেইন করেছে রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, হার্দিক পান্ডিয়া ও সূর্যকুমার যাদবকে। নিলামে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কককে দলে ভেড়ানো হয়েছে মাত্র ১ কোটি রুপিতে, যা অনেকের চোখে বড় চমক।
সানরাইজার্স হায়দরাবাদ সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ করেছে ইংল্যান্ডের পাওয়ার হিটার লিয়াম লিভিংস্টোনকে, যার দাম উঠেছে ১৩ কোটি রুপি। অস্ট্রেলিয়ার জস ইংলিশকে তারা কিনেছে ৮ কোটি ৬০ লাখ রুপিতে।
পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিলামে তুলনামূলকভাবে পরিকল্পিতভাবে দল সাজিয়েছে। বেঙ্গালুরু রিটেইন করেছে বিরাট কোহলি ও ভুবনেশ্বর কুমারকে, আর রাজস্থান ধরে রেখেছে যশস্বী জয়সওয়াল ও জোফরা আর্চারকে।
সব মিলিয়ে আইপিএল ২০২৬ নিলামে এবারও কোটি টাকার বৃষ্টি, চমকপ্রদ দলবদল এবং নতুন রেকর্ডের সাক্ষী হচ্ছেন ক্রিকেটভক্তরা। নিলাম শেষ হলে শক্তির বিচারে দলগুলোর লড়াই আরও পরিষ্কার হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর