পুরান ঢাকার লালবাগ থানাধীন ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। পরিস্থিতি সামাল দিতে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও ইউনিট যুক্ত করা হয়।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো তথ্য জানাতে পারেননি তিনি। আগুন নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সাজু/নিএ
সর্বশেষ খবর