বরগুনায় শীতের প্রভাব শুরু হওয়ার সাথে সাথে ডেঙ্গুর প্রকোপও কমে আসে।তবে ক্ষনে ক্ষনে ঘটছে মৃত্যুর ঘটনা। এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মোসা: শিউলি আক্তার (৫০) নামের একজন শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।
বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) ঢাকার মতিঝিলের ১টি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত: শিউলি আক্তার বরগুনার আমতলী উপজেলার ৫নং চাওড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈঠাকাঠা গ্রামের খাঁন বাড়ির মৃত: আজাহার মাস্টার এর মেয়ে।
পারিবারিক সুত্রে জানা যায় ১৪ডিসেম্বর শরীরে জ্বর নিয়ে ঢাকার মতিঝিলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হন,১৬তারিখ দিবাগত মধ্য রাতে তাকে লাইফসাপোর্টে নেয়া হলে ১৮ডিসেম্বর বেলা ১০টা ৪৫মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।তিনি কলাপাড়া উপজেলার আলীপুরের সেরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন,তার স্বামী মো: মঈনুল হক খান (আলীপুর খানাবাদ কলেজের প্রভাষক)।মৃত্যু কালে শিউলি আক্তার ১ছেলে (১৬) ও ১মেয়ে (১৩) রেখে যান।
বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৭ জন। এর আমতলী ২জন, বামনা ৪জন ও পাথরঘাটায় ১জন। হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন ২৪ জন।এর ভীতরে আমতলীতে ৪জন,বেতাগী ১জন,বামনা ৪জন,পাথরঘাটা ১জন,তালতলী ২জন ও জেলা সদরে ১২জন।এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ২৪ জন। এ বছর জেলায় এখন পর্যন্ত ৯ হাজার ৭১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৬৮৭ জন।
বরগুনা সদর ও উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরো ৫১ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।
কুশল/সাএ
সর্বশেষ খবর