রৌমারী উপজেলায় জামাইয়ের কোদালের আঘাতে এক শাশুড়ি গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রৌমারী উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের পশ্চিম খঞ্জনমারা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোছাঃ আনিকা বেগমের সঙ্গে তাঁর স্বামী মোঃ শফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। এ কারণে আনিকা বেগম প্রায় দেড় বছর ধরে তাঁর বাবার বাড়িতে অবস্থান করছেন। ঘটনার দিন সন্ধ্যায় মোঃ শফিকুল ইসলাম শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মোছাঃ রুনা আক্তারের (৪৫) সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি কোদাল দিয়ে শাশুড়ির মাথা ও ডান হাতে আঘাত করেন। এতে শাশুড়ির মাথা রক্তাক্ত ও জখম হয় এবং ডান হাতের আঙুল মারাত্মক ভাবে কেটে যায়।
পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে রৌমারী উপজেলার লাইফ কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আহত মোছাঃ রুনা আক্তার পশ্চিম খঞ্জনমারা গ্রামের মোঃ হায়দার আলীর স্ত্রী।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর