ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল রাতে বরগুনায় বিক্ষোভ মিছিল ও পুলিশ সুপারের কার্যালয়ের ফটক অবরোধ করেছে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা।
একই সঙ্গে জেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অবিলম্বে গ্রেফতার এবং তাদের সব ধরনের কর্মকাণ্ড বন্ধের দাবিও জানান বিক্ষোভকারীরা।
গতকাল রাত প্রায় ১১টার দিকে বরগুনা প্রেসক্লাব সংলগ্ন সদর রোড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়। এ সময় প্রায় এক ঘণ্টা পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকের সামনে সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। আজ জুম্মাবাদ রোজ শুক্রবার তারা আরো বড় কর্মসূচির ডাক দেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের গ্রেফতার করা হয়নি। বরগুনায় প্রশাসনের নজরদারি থাকার পরও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল-মিটিং করছে, অথচ তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে।
বিক্ষোভকারীরা আরও বলেন, ‘আমাদের মতো বিপ্লবীদের আর কত রক্ত দিতে হবে? হাদির মতো আর কতজন জীবন দিলে রাজপথ ঠান্ডা হবে? কীভাবে ঘটনার ৪৮ ঘণ্টা পরও হত্যাকারীরা পালিয়ে যায়—এ বিষয়ে প্রশাসনের কাছে আমরা জবাব চাই।’ তারা বরগুনা থেকে ছাত্রলীগের অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে আবারও জুলাই আন্দোলনে।
কুশল/সাএ
সর্বশেষ খবর