আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (কুমিল্লা সদর, সদর দক্ষিণ, এবং কুমিল্লা সিটি কর্পোরেশন) সংসদীয় আসন থেকে সংসদ সদস্য পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের নিকট থেকে মনিরুল হক সাক্কুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা মাস্টার, অজিত গুহ কলেজের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মিঠু, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আজাহার উদ্দিন বাপ্পি, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির হোসেন মজুমদার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ইকরাম হোসেন ইকু ও আব্দুল হালিম এবং যুবদল নেতা জুয়েল রানাসহ মনিরুল হক সাক্কু সমর্থিত নেতাকর্মীরা।
এ বিষয়ে মনিরুল হক সাক্কু বলেন, "মনোনয়ন কিনতে সমস্যা কোথায়? আমি এখনো মনিরুল হক চৌধুরীর জন্যই ভোট চাচ্ছি। হাজি ইয়াছিনের চেয়েও বেশি মাঠে কাজ করছি। আজ সকালে প্রতিনিধির মাধ্যমে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি, তবে জমা দেব নিজে গিয়ে।"
তিনি আরও বলেন, "হাজি ইয়াছিন স্বতন্ত্র প্রার্থী হলে তার জনপ্রিয়তার পরীক্ষা হয়ে যাবে।"
সাক্কুর ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়ে হাজি আমিন উর রশিদ ইয়াছিন বলেন, "মনোনয়ন ফরম কেনা সবার গণতান্ত্রিক অধিকার। দলীয় মনোনয়ন না পেলে কী করব, তা দলের চূড়ান্ত সিদ্ধান্তের পরই জানাব।" কুমিল্লা-৬ আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, "মনোনয়ন ফরম কেনা সাক্কুর নিজস্ব কৌশল হতে পারে। এটুকু নিশ্চিতভাবে বলতে পারি, তিনি এখনো আমার পক্ষেই মাঠে কাজ করছেন।"
মাসুম/সাএ
সর্বশেষ খবর