রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন পাংশা উপজেলা বিএনপির নেতারা।
রবিবার বিকেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল হকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি মো. চাঁদআলী খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম আকুল, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন সরদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব সেলিম সরদার, কালুখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জিল্লুর রহমান প্রমুখ।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। আজ প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের সময় আচরণ বিধি ও নির্দেশনা পত্র দেওয়া হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর