ওয়ানডে ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুলেছেন রোহিত শর্মা। ৩৮ বছর বয়সী এই ভারতীয় ব্যাটার স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আপাতত অবসর নেওয়ার কোনো চিন্তা তার নেই। বরং আরও কিছু বছর ওয়ানডে ক্রিকেটে নিজেকে দেখতে চান তিনি।
বর্তমানে আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা রোহিতের জন্য ২০২৫ সাল ছিল দারুণ সফল। এই বছরে ভারতের হয়ে খেলা ১৪টি ওয়ানডে ম্যাচে তিনি সংগ্রহ করেছেন ৬৫০ রান, যেখানে রয়েছে ২টি শতক ও ৪টি অর্ধশতক।
বিশেষ করে অক্টোবরে অস্ট্রেলিয়া সফরটি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় হিসেবে ধরা হচ্ছে। ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে তিনি জিতেছেন ‘প্লেয়ার অব দ্য সিরিজ’ পুরস্কার। এই দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠে আসেন রোহিত।
অস্ট্রেলিয়া সফরের আগে রোহিতের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা চলছিল। এমনকি চ্যাম্পিয়নস ট্রফি জিতলেও তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। অনেকের ধারণা ছিল, এই সফরই হয়তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে। তবে ব্যাট হাতে নিজের চেনা অস্ত্র—রান—দিয়েই সব প্রশ্নের জবাব দিয়েছেন রোহিত শর্মা।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন রোহিত। তিনি তার ক্যারিয়ারকে একটি উড়োজাহাজের সঙ্গে তুলনা করে বলেন, ‘আমার জীবনও অনেকটা এমনই ছিল; শুরুটা খুব কঠিন ছিল। কিন্তু একবার যখন গতি পেয়েছি, যখন প্লেনে উঠে পড়েছি, তখন সেই প্লেন যে উচ্চতায় উঠেছে, এখনো নিচে নামেনি। আমি চাই না, সেই প্লেনটা এখনই নামুক। আমি এখনো ওপরে থাকতে চাই।
আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও ঘরোয়া বিজয় হাজারে ট্রফিতে অংশগ্রহণ, সব মিলিয়ে রোহিত শর্মা যে তার ওয়ানডে যাত্রা আরও দীর্ঘ করতে প্রস্তুত, তা স্পষ্ট।
রোহিতের মতো বিরাট কোহলিও ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজেকে প্রস্তুত করছেন। রোহিতের ক্ষেত্রে মাঠের বাইরেও বড় পরিবর্তন এসেছে, অস্ট্রেলিয়া সফরের আগে তিনি প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন, যার সুফল মিলেছে মাঠের পারফরম্যান্সে।
কুশল/সাএ
সর্বশেষ খবর