আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিক ভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবুল কালাম, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী ও রাকাব উদ্দিনসহ তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনিসুল হক বলেন,নির্বাচনী আচরণবিধি মেনে আমরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার ওপর যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন, তা পালনে আমি সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন,সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলতে চাই। সকলকে সঙ্গে নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির মাধ্যমে আগাামীর পথচলা নিশ্চিত করাই আমার লক্ষ্য।
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে আনিসুল হক বলেন,বিএনপি ক্ষমতায় এলে ৪ কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং দেড় কোটি কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর