গাজীপুরের কালীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে পরিচালিত এই অভিযানে তিনটি পৃথক মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এ.টি.এম কামরুল ইসলাম। এসময় বিএসটিআই-এর মানদণ্ড লঙ্ঘন এবং স্থানীয় আইন অমান্য করায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।
আদালত সূত্রে জানা গেছে, ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৪৬ ধারায় পরিমাপে কারচুপির দায়ে কালীগঞ্জ বাজারের 'এফ এম জুয়েলার্স'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর বিএসটিআই-এর পরিদর্শক মো. হাবিবুর রহমান। তিনি স্বর্ণালঙ্কারের পরিমাপে ব্যবহৃত যন্ত্রপাতির সঠিকতা যাচাই করেন এবং আইন অমান্যের বিষয়টি আদালতের সামনে তুলে ধরেন।
এছাড়া অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এর ১০৯ ধারায় এক ব্যক্তিকে ৫০০ টাকা এবং সড়ক পরিবহন আইন-২০১৮ এর ৬৬ ধারায় অন্য এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট তিনটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। তবে এ সময় কাউকে কোনো মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়নি।
অভিযান পরিচালনাকালে আদালতকে সহযোগিতা করেন বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম কামরুল ইসলাম জানান, “বাজারে সঠিক ওজন নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের এই নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। বিশেষ করে ভোক্তারা যাতে প্রতারিত না হন, সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। ভবিষ্যতে নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাধারণ মানুষের দাবি, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হলে বাজারে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমবে এবং জনজীবনে শৃঙ্খলা ফিরে আসবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর