কুড়িগ্রাম ৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান মনোনয়ন পত্র সংগ্রহ করেন। সোমবার(২২ ডিসেম্বর) রৌমারী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে ২৮ কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজিবপুর ও চিলমারী) আসনের সংসদ সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহকালে সহকারী অধ্যাপক মোঃ হাফিজুর রহমান বলেন, ন্যায়নীতি, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে তিনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
উপস্থিত নেতৃবৃন্দ এই নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী ন্যায়ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে আসছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর