অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযান চলছে। এই অভিযানে শেরপুরে যুবলীগ নেতা মেজবাউল ইসলাম লিটনকে সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া গ্রামে একটি ইটভাটায় অভিযান চালিয়ে লিটনকে গ্রেফতার করা হয়। লিটন জেলা যুবলীগের সদস্য। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ–২’ অভিযানে শেরপুরে যুবলীগ নেতা মেজবাউল ইসলাম লিটনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর