ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় পর্নোগ্রাফি সংক্রান্ত একটি মামলায় যৌথ বাহিনীর অভিযানে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার কৃতদের সোমবার (২১ ডিসেম্বর/২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে রোববার দিবাগত রাতে উপজেলার চরহোসেনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত কিশোররা হলো— চরহোসেনপুর গ্রামের মানিক মিয়ার পুত্র (১৬), সুজন মিয়ার পুত্র (১৫) এবং নিতাই দেবনাথের পুত্র (১৭)। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নিজ বাড়ির বাথরুমে গোসলের সময় অভিযুক্তরা গোপনে ও অসৎ উদ্দেশ্যে ভিডিও ধারণ করে।
পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। বিষয়টি প্রকাশ্যে এলে ভুক্তভোগী আইনি ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দায়ের করেন। মামলা দায়েরের পর যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তিন কিশোরকে গ্রেপ্তার করে ঈশ্বরগঞ্জ থানায় হস্তান্তর করে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পর্নোগ্রাফি আইনে মামলা রেকর্ড করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর