পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) তিনি জানান, তার নতুন দলের নাম ‘জনতা উন্নয়ন পার্টি’।
দ্বিতীয় বাবরি মসজিদ নির্মাণের ঘোষণাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়। ওই সিদ্ধান্তে নিজেকে ‘অপমানিত’ মনে করে সাসপেন্ড হওয়ার দিনই নতুন দল গঠনের ঘোষণা দেন তিনি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সোমবার আনুষ্ঠানিকভাবে দলের নাম প্রকাশ করেন হুমায়ুন।
সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি জানান, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের মধ্যে ১৩৫টিতে প্রার্থী দেবে জনতা উন্নয়ন পার্টি। হুমায়ুন নিজে প্রতিদ্বন্দ্বিতা করবেন রেজিনগর ও বেলডাঙা এই দুই কেন্দ্র থেকে।
সোমবার স্থানীয় সময় বেলা ১১টায় মুর্শিদাবাদের বেলডাঙার খাগরুপাড়া মোড়ে বিশাল জনসভার আয়োজন করা হয়। সেখানে হলুদ, সবুজ ও সাদা রঙের সমন্বয়ে দলের পতাকা উন্মোচন, ইশতেহার প্রকাশ এবং প্রার্থীদের নাম ঘোষণা করেন হুমায়ুন কবির।
তবে এখনও দলের প্রতীক চূড়ান্ত হয়নি। হুমায়ুন জানান, ২০১৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে টেবিল প্রতীক নিয়ে তিনি লড়েছিলেন, সেটিই তার নতুন দলের প্রথম পছন্দ। নির্বাচন কমিশন অনুমোদন না দিলে বিকল্প হিসেবে জোড়া গোলাপ অথবা দলের তিন রঙের পতাকাকে প্রতীক করার চিন্তাভাবনা রয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলতে বাম-কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াইয়ের প্রস্তাবও দিয়েছেন হুমায়ুন কবির। তবে এখনো পর্যন্ত বিরোধী দলগুলোর পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, অতীতেও একাধিক বিতর্কিত মন্তব্যের কারণে তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়েছিলেন হুমায়ুন কবির। সে সময় তিনি বিজেপিতে যোগ দিলেও পরে আবার তৃণমূলে ফিরে আসেন।
২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ফুরফুরা শরীফের পীরজাদা নওসাদ সিদ্দিকির নেতৃত্বে গঠিত ‘ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)’ সংখ্যালঘু ভোটব্যাংকে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল। সেই অভিজ্ঞতার আলোকে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, ২০২৬ সালের আগে হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টি রাজ্য রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।
সূত্র: দ্য হিন্দু।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর