রাজধানীর পুরান ঢাকায় একটি বহুতল ভবনের ছয় তলায় শপিং ব্যাগ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় কারখানার ভেতরে ঘুমিয়ে থাকা শ্রমিকদের মসজিদের মাইক থেকে দ্রুত ভবন থেকে নেমে যাওয়ার ঘোষণা দিলে ৪০ জন শ্রমিক নিরাপদে ভবন থেকে বেরিয়ে যেতে সক্ষম হয়েছে। এ সময় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬ টায় পুরান ঢাকার বাবুবাজারের আদিল টাওয়ার নামের ১৪ তলা ভবনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ভবনটিতে ব্রাক ব্যাংক সহ নিচ তলায় কাগজের মার্কেট এবং উপরে বেশ কিছু গোডাউন রয়েছে।
ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে জানানো হয়েছে,ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে সদরঘাট ফায়ার স্টেশন সহ আশপাশে প্রায় ৯টি ইউনিট আসলেও ৫টি ইউনিটের পৌনে এক ঘন্টার চেষ্টায় ৭টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের ঘটনায় তদন্ত কমিটি করা হবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর