সাতক্ষীরার তালার নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটেছে। অর্ধনিমিত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে ৪ দিন ধরে ঝুলছে জাতীয় পতাকা। এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) বেলা দুইটায় সরেজমিনে দেখা যায়, নগরঘাটা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অর্ধনিমিত অবস্থায় রয়েছে জাতীয় পতাকা।
স্থানীয়রা জানান, গত শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোক দিবস পালন করা হয়। দিনটিতে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখার ঘোষণা দেয় সরকার। সেই অনুযায়ী শনিবার (২০ ডিসেম্বর) সকালে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে অর্ধ নির্মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঐদিন অফিস শেষ করে জাতীয় পতাকা না নামিয়েই চলে যান কর্মকর্তা কর্মচারীরা। তারপর থেকে অফিসে কেউ না আসায় অর্ধ নির্মিতভাবে রয়েছে জাতীয় পতাকা।
এলাকাবাসী আরো জানান, নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। ফলে প্রতিনিয়ত কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।
এ বিষয়ে নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের রেহেনা বেগম জানান, গত শনিবার পতাকা আমি নিজেই উত্তোলন করেছিলাম। ঐদিন অফিস শেষ করে চলে এসেছি, পতাকা নামাতে মনে ছিলনা।তারপর থেকে কেন্দ্রটি আর যাওয়া হয়নি।
তালা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন'র অফিসিয়াল মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
কুশল/সাএ
সর্বশেষ খবর