দীর্ঘ ১৭ বছর পর ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের আগমনে সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উৎসব বিরাজ করছে। উচ্ছসিত নেতাকর্মীরা ইতোমধ্যে ঢাকায় রওনা হয়েছে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বরণীয় করে রাখতে সিরাজগঞ্জ জেলা থেকে ২০ থেকে ২৫ হাজার নেতাকর্মীরা ঢাকায় যাবেন। এ কারণে দফায় দফায় প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণা চালানো হয়েছে।
জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ জানান, প্রিয় নেতাকে বরন করে নিতে আমরা আজ (২৩ ডিসেম্বর) যুবদলের একটি গ্রুপ ঢাকায় রওনা হয়েছি। আর সিরাজগঞ্জ থেকে শুধু যুবদলের প্রায় ১০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। আমাদের নেতাকর্মী কোন স্পটে শান্তিপুর্নভাবে অবস্থান নিবেন, কিভাবে ব্যানার-ফেনার ফেস্টুন নিয়ে শান্তিপুর্বভাবে সংবর্ধনা জানানো সে জায়গা নির্ধারন করতেই আমরা দুইদিন আগেই ঢাকায় যাচ্ছি।
জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন বিএনপি নেতাকর্মীদের প্রাণের স্পন্দন তারেক রহমান। নেতাকে এক নজর দেখার জন্য ইতোমধ্যে জেলার নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাত্রা শুরু করেছেন। প্রতিটি নেতাকর্মীর মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তিনি আরও বলেন, জেলা ও উপজেলা থেকে প্রায় ২৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবে। এজন্য সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের পুরো টিকিট বুকিং করা হয়েছে। জেলার নয়টি উপজেলায় প্রায় ১৪০টি বাস রিজার্ভ করা হয়েছে। এরমধ্যে সদর ও পৌরসভা থেকে ৬০টি বাসে নেতাকর্মীরা যাবে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে শতাধিক মাইক্রোবাসে নেতাকর্মীরা ঢাকায় যাবে। ইতোমধ্যে গত দুইদিন যাবত মাইক্রোবাস নিয়ে অনেক নেতাকর্মী ঢাকায় চলে গেছে। এছাড়াও নিজ নিজ দায়িত্বে ৮ থেকে ৯ হাজার বিএনপি নেতাকর্মী যাবে বলে তিনি ধারনা করেছেন।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছেন, ঢাকায় যাবার সময় কোনো নেতাকর্মী মাস্ক পড়তে পারবে না। হেলমেট ব্যবহার করতে পারবেন না। এছাড়াও বাসে বা ট্রেনে ওঠার সময় কিংবা দাঁড়িয়ে বা বসে থাকাবস্থায় পাশের মানুষটির পরিচয় নিশ্চিত করতে হবে। প্রতিটি বাসের দায়িত্বশীল নেতারা পরিচয় নিশ্চিত করবেন।
জেলা বিএনপি সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ থেকে লন্ডনের উদ্দেশ্যে পরিবারের সদস্যদের সাথে নিয়ে দেশ ছেড়ে ছিলেন তারেক রহমান।
কুশল/সাএ
সর্বশেষ খবর