রৌমারী প্রিমিয়ার লীগ(আরপিএল) ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার সময় রৌমারী সি জি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় দাঁতভাঙ্গা গ্লাডিয়েটর্স বনাম টিম গ্যালাক্সি। টসে জিতে দাঁতভাঙ্গা গ্লাডিয়েটর্স বোলিং করা সিদ্ধান্ত নেয়। টসে হেরে টিম গ্যালাক্সি ১২ ওভারে ৭ উইকেটে ১০৭ রান সংগ্রহ করে। জবাবে দাঁতভাঙ্গা গ্লাডিয়েটর্স ১ ওভার হাতে রেখেই ৫ উইকেটের ব্যবধানে জয়লাভ করে। টুর্নামেন্ট সেরা ও ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় দাঁতভাঙ্গা গ্লাডিয়েটর্স টিমের এ আর রাকিব,সেরা ব্যাটসম্যান দাঁতভাঙ্গা গ্লাডিয়েটর্স টিমের রায়হান,সর্বোচ্চ উইকেট শিকারী হয় টিম গ্যালাক্সি সোহেল *রানা*। খেলা শেষে বিজয়ী টিমের হাতে ১লক্ষ টাকা ও ট্রফি এবং রানারআপ দলের মাঝে ৫০হাজার টাকা ও ট্রফি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মোস্তাফিজুর রহমান মোস্তক,শাহাজালাল সবুজ, কুড়িগ্রাম জেলা সহকারি সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলাম ও জেলা ক্রিড়া সংস্থার সদস্য ,রৌমারী থানা আমির হায়দার আলি, মো.শাহাদত হোসেন সাধারন সম্পাদক বাংলাদেশ জামায়াতে ইসলাম রৌমারী উপজেলা শাখা, রৌমারি ৪নং সদর ইউনিয়ন আমির মাসুদ মাওলানা। উক্ত ফাইনাল খেলার মাঠে দুজন আম্পায়ার (ফিল্ড ও স্কয়ার লেগ) দায়িত্বে ছিলেন মেহেদী হাসান মিথুন ও আবু সাইদ কাকন। তৃতীয় আম্পায়ার ছিলেন মিশন। ধারা ভাষ্যকার হিসাবে ছিলেন মোজম্মেল হক সরকার।
উল্লেখ্য যে, বাংলাদেশ জামায়াতে ইসলাম যুব বিভাগ, রৌমারী সদর ইউনিয়ন শাখা এর আয়োজনে ১৭ই ডিসেম্বর শুভ উদ্বোধন করা হয় রৌমারী প্রিমিয়ার লীগ(আরপিএল)।
কুশল/সাএ
সর্বশেষ খবর