ভোলার লালমোহনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দসহ এক জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ) বিকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন লালমোহনের একটি দল লালমোহন থানাধীন চর উমেদ পাংগাশিয়া সুলিজ ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ওই এলাকা থেকে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটে তল্লাশি চালিয়ে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের তিনটি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং একজন জেলেকে আটক করা হয়।
আটককৃত জেলের নাম মো. আজাহার (৬০)। তিনি পটুয়াখালী জেলার গলাচিপা থানার বোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম কাশেম প্যাদা। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট থেকে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ করা হয়েছে। উদ্ধারকৃত ট্রলিং জাল ও আটক জেলের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি বলেন, মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ শিকার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কুশল/সাএ
সর্বশেষ খবর