হালুয়াঘাটে সমাজসেবা অধিদপ্তরের বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিশুদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিতে সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের বিভাগীয় পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান,ময়মনসিংহ সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারজানা আনসারী,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিত,উপজেলা সমাজসেবক কর্মকর্তা সানিয়াত সন্ধানি,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করা একটি মানবিক ও রাষ্ট্রীয় দায়িত্ব। সমাজসেবা অধিদপ্তরের শিক্ষা উপবৃত্তি কর্মসূচি প্রতিবন্ধী শিশুদের বিদ্যালয়মুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই উপবৃত্তির মাধ্যমে আর্থিক সহায়তা পেয়ে অনেক প্রতিবন্ধী শিশু নিয়মিত শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে এবং ধীরে ধীরে মূলস্রোতধারার শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত হচ্ছে।
বক্তারা আরও বলেন, শিক্ষা উপবৃত্তি শুধু আর্থিক সহায়তাই নয়, এটি প্রতিবন্ধী শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে এ কর্মসূচির সফল বাস্তবায়ন সম্ভব।
সেমিনারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রতিবন্ধী শিশুর অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয় এবং শিক্ষা উপবৃত্তি কর্মসূচি আরও কার্যকর করার বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর