লালমনিরহাটের হাড়িভাঙ্গা বাজারের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেছে অন্তত পাঁচটি দোকান। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুন লাগার খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।
আগুনে সাজু মিয়ার সার ও কীটনাশকের দোকান, কাঠ ব্যবসায়ী শওকত আলীর একটি দোকান, শওকত ট্রেডার্স নামের একটি সিমেন্টের দোকান, হারুনর রশীদের কাঠ ও ফার্নিচারের দোকান এবং রশিদুলের একটি চায়ের দোকানের বেশিরভাগ অংশ ও মালামাল পুড়ে যায়। এ সময় পাশে থাকা আরও তিনটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, আগুন লাগার বিষয়টি বুঝে ওঠার আগেই আগুনের তীব্রতায় মুহূর্তের মধ্যে দোকানগুলোর বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম হতাশায় পড়েছেন।
সার ও কীটনাশক ব্যবসায়ী সাজু বলেন, প্রায় ১০ লাখ টাকার মালামাল আমার চোখের সামনে নিমিষেই শেষ হয়ে গেছে। প্রথমে চায়ের দোকানে আগুন লাগে। টের পাওয়ার আগেই আগুন আমার দোকানে চলে আসে। কিছু মালামাল সরানোর চেষ্টা করলেও অধিকাংশই পুড়ে ছাই হয়ে গেছে। আমি একেবারেই নিঃস্ব হয়ে গেলাম।
স্থানীয় বাসিন্দা সফিয়ার রহমান জানান, প্রথমে একটি চায়ের দোকানে আগুন লাগে, পরে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় মুহূর্তেই কয়েকটি দোকান পুড়ে যায়। আগুন নেভানোর কাজে অংশ নেওয়া স্থানীয় যুবক মাহফুজ বলেন, আমরা পাশে ছিলাম। অনেক চেষ্টা করেছি কিছু মালামাল বের করতে, কিন্তু অধিকাংশই পুড়ে গেছে।
লালমনিরহাট ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মোঃ রোকনুজ্জামান জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর