ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সুনামগঞ্জ জেলার চারটি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। এরপর থেকে নির্বাচনী এলাকার জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
বুধবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে পাঠানো চিঠির তথ্য নিশ্চিত করেছেন চারজন মনোনীত প্রার্থী।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনে অ্যাডভোকেট নুরুল ইসলামকে এবং সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমদ মিলনকে দলীয় প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।
চূড়ান্ত মনোনয়ন প্রকাশের পর চারটি আসনের বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছেন যে, প্রার্থীদের মনোনয়ন ঘোষণার মধ্য দিয়ে সুনামগঞ্জে বিএনপির নির্বাচনী প্রস্তুতি, উৎসাহ-উদ্দীপনা এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আরও গতি বাড়িয়ে দিয়েছে যোগ্য প্রার্থীদের মনোনয়ন।
মনোনয়ন পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় নেতাকর্মীদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। দলীয় মনোনীত প্রার্থী ও নেতাকর্মী-সমর্থকদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে প্রচারণার গতি আরও বাড়িয়ে দিতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চারটি আসনের নেতারা বলছেন, দলীয় ঐক্য ধরে রাখতে সকল নেতাকর্মী মাঠে সক্রিয় হলে নির্বাচনে সুনামগঞ্জের আসনগুলোতে বিপুল ভোটে ধানের শীষের বিজয়ী হওয়া সম্ভব হবে।
সর্বশেষ খবর