‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে একটি যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো. রাকিবুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হাফিজুল ইসলাম এবং মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক।
নেত্রকোণা সদর যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা মো. নূরুজ্জামানের সঞ্চালনায় সমাবেশের মূল প্রবন্ধ উপস্থাপন করেন উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর মো. সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুব সংগঠক ও এআরএফবি চেয়ারম্যান দিলওয়ার খান, নারী উদ্যোক্তা আফরোজা আক্তার লিজা, কম্পিউটার প্রশিক্ষণার্থী ইসমত জাহান নওরীন প্রমুখ।
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর