দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকলেও সাকিব আল হাসান নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলছেন। একই সঙ্গে অনেক দিন ধরেই তিনি দেশের বাইরে অবস্থান করছেন সাবেক এই টাইগার অধিনায়ক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে দেশের শিশুদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সাকিব।
পোস্টে তিনি লেখেন, রাজশাহীর পঙ্গু মাসুদ, টাঙ্গাইলের মোমিন, সদ্য নৃশংস হত্যার শিকার দীপু দাশ, গোপালগঞ্জের দীপ্ত সাহা ও ওসমান হাদির—এদের প্রত্যেকের ছোট্ট শিশু আজ অনাথ। এমন আরও অসংখ্য শিশু রয়েছে। এসব শিশুর জীবন যেন আগামীর পথে কষ্টে ভরে না ওঠে—এই দায় আমাদের সবার, রাষ্ট্র হিসেবে বাংলাদেশের।
শিশুদের প্রতি দায়িত্বশীল আচরণ করা হচ্ছে কি না এমন প্রশ্নে রেখে সাকিব আরও লেখেন, 'মাগুরার ধর্ষিত শিশু আছিয়াকে আমরা হারিয়েছি! ওরা কেউ রাজনীতি বোঝে না, ধর্ম বোঝে না— তবুও ওদের জীবন দিতে হয়েছে! শিশুদের জন্য, শিশুদের ভবিষ্যতের জন্য, মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকার জন্য— সর্বোপরি শিশুর বাসযোগ্য বাংলাদেশ গড়বার জন্য—আমরা কি ঠিক দায়িত্বশীল আচরণ করছি?'
সবশেষে সবাইকে বড় দিনের শুভেচ্ছা জানিয়ে সাবেক এই টাইগার অধিনায়ক লেখেন, 'ভালো থেকো, সুস্থ থেকো—আগামী গড়বার কারিগর, আমাদের আগামী প্রজন্ম। সবাইকে বড় দিনের শুভেচ্ছা'
কুশল/সাএ
সর্বশেষ খবর