কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি।
তিনি বলেন, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও নিপীড়িত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মনোহরগঞ্জবাসীর পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে আলোচনায় উঠে আসার পর থেকে নিয়মিত অসহায় ও নিপীড়িত মানুষকে সব ক্ষেত্রে সহযোগিতা করে আসছে।
জসিম উদ্দিন বলেন, গতানুগতিক ব্যবস্থা থেকে বের হয়ে আধুনিক মনোহরগঞ্জ উপজেলা গড়তে কাজ করছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। এছাড়াও উপজেলার সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পথচলা। এরই ধারাবাহিকতায় আগামীকাল ১৭৫ জন কর্মহীন নারীর মাঝে সেলাই মেশিন এবং কর্মহীন কয়েকজন পুরুষের মাঝে অটোরিকশা বিতরণ করা হবে। উক্ত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, মনোহরগঞ্জের বেকার যুবক-যুবতীদের আমরা দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছি। কেননা দক্ষ জনশক্তি তৈরি করতে পারলেই বাংলাদেশকে এগিয়ে নেওয়া সম্ভব। পরে তিনি মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সব কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভা মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি মাইন উদ্দিন সোহাগ।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম মিয়াজী, নির্বাহী সদস্য ফিরোজ আলম, তৌহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, অ্যাডভোকেট আশিক এলাহী প্রমুখ। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিজয় টিভি কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি মো. হুমায়ুন কবির মানিক, দৈনিক সংগ্রামের প্রতিনিধি আবু ইউসুফ, আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি আবদুর রহিম, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি আবদুল গোফরান, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাংবাদিক আবুল খায়ের, সাইফুল ইসলাম শিমুল প্রমুখ।
এ সময় সাংবাদিকেরা দক্ষিণ কুমিল্লায় রাষ্ট্রীয়ভাবে প্রথম সিআইপি পদে মোহাম্মদ জসিম উদ্দিনকে ভূষিত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের পক্ষ থেকে চলমান সব কার্যক্রমের সঙ্গে একাত্মতা পোষণ করে সার্বিক সহযোগিতা করারও প্রতিশ্রুতি দেন। এ সময় মনোহরগঞ্জ উপজেলায় কর্মরত সব সাংবাদিক উপস্থিত ছিলেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর