হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার আলীনুর খান বলেছেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বদা সহযোগিতা করবে। একই সঙ্গে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানান তিনি।
শুক্রবার রাতে উপজেলার শাকুয়াই বন্দেরপাড়া রাধাগোবিন্দ মন্দিরে অনুষ্ঠিত বাৎসরিক কীর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তবৃন্দের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠান চলাকালে ইউএনও মন্দির প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ভক্ত ও স্থানীয়দের উদ্দেশ্যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন এবং সরকারের প্রযোজ্য নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়।
অনুষ্ঠানে মন্দির কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর