বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় উপজেলা কৃষক দলের সভাপতি মো. মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে বরিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া নামক স্থানে পৌছালে তার মৃত্যু হয়।
এর আগে শনিবার বেলা ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের কালমেঘা ইউনিয়নের সেন্টার-কাটাখালের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
মারুফ চৌধুরী পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার পাথরঘাটা প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর মেজো ছেলে। বাবা গোলাম মোস্তফা চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুসালেহ জসিম জানান, তিনি কাকচিড়ার কাটাখালী এলাকা থেকে বাড়িতে আসার সময় ওই ঘটনাস্থলে দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকতে দেখেন। এসময় এক স্থানীয় নারী তাকে ধরে আছেন। তাতক্ষনিক স্থানীয়দের সহায়তায় পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা শেষে, সেখান থেকে বারিশাল নিয়ে যাওয়ার পথে ভান্ডারিয়া এলাকায় পৌছালে তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদুল হাসান দোলন জানান, মারুফ চৌধুরী নামের এক ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার মাথার বাম পাশে গুরুতর আঘাত লেগেছে এবং কান থেকে ব্লিডিং হচ্ছিল। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরন করা হয়।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তবে কি ভাবে দুর্ঘটনার শিকার হয়েছে তা এখনো জানা যায়নি।
মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি এবং জামায়াতে ইসলামীর বরগুনা-২ মনোনীত প্রার্থী ডাক্তার সুলতান আহমেদ ও পাথরঘাটা প্রেসক্লাব ও পাথরঘাটা উপজেলা প্রেসক্লাব শোক প্রকাশ করেছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর