সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটে হিমেল হাওয়ার প্রভাবে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। ভোর ও সন্ধ্যায় কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার কারণে সকাল পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, ফলে জনজীবনে নেমে এসেছে ভোগান্তি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমতে শুরু করেছে। শনিবার সকালে কুয়াশার কারণে সড়কে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ছে। খেটে খাওয়া মানুষ, বিশেষ করে কৃষক, দিনমজুর ও শ্রমজীবীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।
শীতের কারণে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি-কাশি, জ্বরসহ বিভিন্ন ঠান্ডাজনিত রোগের প্রকোপ বাড়ছে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা । এ সময় প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়া এবং গরম কাপড় ব্যবহারের পরামর্শ দিচ্ছেন।
এদিকে শীত বাড়লেও অনেক দরিদ্র ও অসহায় মানুষের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র নেই। তবে উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনীতিক ব্যক্তিরা ও সামাজিক সংগঠনগুলো শীতবস্ত্র বিতরণ ইতিমধ্যেই শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন হালুয়াঘাটসহ আশপাশের এলাকায় শীতের তীব্রতা আরও বাড়তে পারে। ফলে সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর