শিক্ষার্থীদের ঝড়েপড়া রোধ ও স্কুলমুখী করতে নীলফামারীর কিশোরগঞ্জে চালু হল স্কুল ফিডিং কার্যক্রম। এ কার্যক্রমে উপজেলার ১৭৫ প্রাথমিক বিদ্যালয়ের ২১২৩৮ শিক্ষার্থী পাচ্ছে সিদ্ধ ডিম, বনরুটি ও কলা।
কেশবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রোববার শিক্ষার্থীদের হাতে সিদ্ধ ডিম ও বনরুটি তুলে দিয়ে স্কুল ফিডিং কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিমা আঞ্জমু সোহানিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ড. মোসা. মাহমুদা খাতুন, ইএসডিও’র জেলা ম্যানেজার সামসুল আলম, উপজেলা ম্যানেজার শেখ আলীনুর রহমান প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, শিক্ষক, অভিভাবকগণ। সপ্তাহে প্রতিদিন শিক্ষার্থীরা স্কুল ফিডিং কার্যক্রমের খাবার পাবেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর