ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং দাখিলের তোড়জোড় চলছে। সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হওয়ায় রোববারই জেলার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতের দুই প্রার্থীসহ চারজন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এদিন মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা-৮ বরুড়া আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল এবং কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের জামায়াত সমর্থিত প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত।
এছাড়াও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী গোলাম মোস্তফা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট) আসনের স্বতন্ত্র প্রার্থী মোস্তফা সাজ্জাদ হোসেন মনোনয়নপত্র জমা দেন।
এদিকে, এদিন আরও তিন প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। কুমিল্লা-৫ ও ৬ আসন থেকে এবি পার্টির মনোনীত প্রার্থী জোবায়ের আহমেদ ভূঁইয়া ও মিয়া মোহাম্মদ তৌফিক এবং কুমিল্লা-৬ আসন থেকে বাসদের প্রার্থী কামরুন নাহার সাথী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ নিয়ে কুমিল্লার ১১টি সংসদীয় আসন থেকে ১২০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহ করা প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি প্রার্থী বিএনপির। ১১ আসন থেকে বিএনপির ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। জামায়াত থেকে সংগ্রহ করেছেন ১২ জন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ জন।
জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, রোববার বিকেল পর্যন্ত কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ১২০ জন প্রার্থী তাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমাও দিয়েছেন। জেলার নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে। নির্বাচনী আচরণবিধিমালা যেন লঙ্ঘিত না হয়, সেজন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর