আগামী ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ১১ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করার পর থেকে রবিবার ২৮ ডিসেম্বর দুপুর পর্যন্ত ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন ২৮ কুড়িগ্রাম ৪ আসনে। রৌমারী,চিলমারী ও রাজিবপুর উপজেলা নিয়ে ২৮ কুড়িগ্রাম ৪ আসন।
সোমবার (২৯ ডিসেম্বর) শেষ দিনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রৌমারী উপজেলা নির্বাহী ও সহকারি রিটার্নিং অফিসার আলাউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইসি ঘোষিত তফসিলের প্রজ্ঞাপন অনুযায়ী সোমবার ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জমা দিলেন, বিএনপির (ধানের শীষ) প্রতীকে আজিজুর রহমান, জামায়াতী ইসলাম (দাড়ি পাল্লা) প্রতীকে মোস্তাফিজুর রহমান মোস্তাক, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকে একেএম ফজলুল হক মন্ডল, বাংলাদেশ ইসলামী আন্দোলন (হাত পাখা) প্রতীকে সহকারী অধ্যাপক হাফিজুর রহমান, বাসদ (মই) প্রতীকে আব্দুল খালেক, জাসদ (কাস্তি) প্রতীকে রাজু আহমেদ এবং স্বতন্ত্র থেকে রোকনুজ্জামান শাহিন।
কুশল/সাএ
সর্বশেষ খবর