মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের সাথে এক সাক্ষাতকারে ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ এসব কথা বলেন।
তিনি আরও বলেন, সর্বোস্তরের মানুষের দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ গ্রহণ করছি। জনগনের ভোটে নির্বাচিত হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আমার পিতা বিএনপির সাবেক মহাসচিব মরহুম কে এম ওবায়দুর রহমানের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহরাজ শারবীনের নিকট মনোনয়ন পত্র দাখিল করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,সহ সভাপতি সৈয়দ শাহিনুজ্যুজামান, সহ সভাপতি আমরাফ আলী মুন্সী, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ।
এর আগে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং নগরকান্দা-সালথাবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর