জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসন থেকে সর্বশেষ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৫ জন। এদের মধ্যে হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়ন নিয়েছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব,সাচিং প্রু জেরী, জামায়াত ইসলামী থেকে দলটির জেলা নায়েবে আমির এডভোকেট আবুল কালাম, ইসলামী আন্দোলন থেকে দলটির জেলা শাখার সভাপতি মাওলানা মো. আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ ও এনসিপি থেকে আবু সাঈদ শাহা সুজাউদ্দিন।
আজ সোমবার মনোনয়ন জমাদানের শেষ দিনে এসব আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ প্রার্থীরা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন জমা দিবেন বলে জানিয়েছেন। প্রার্থীদের মধ্যে সাচিং প্রু জেরী তিনি বান্দরবানের ১৫তম বোমাং রাজা অংশৈ প্রু চৌধুরীর ছেলে। ১৯৯৬ সালে ষষ্ঠ সংসদ সাচিং প্রু জেরী নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৯ সালে তিনি তৎকালীন স্থানীয় সরকার পরিষদ বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
অন্যদিকে, জেলা জামায়াতের নায়েবে আমির এডভোকেট আবুল কালাম আজাদ দীর্ঘদিন থেকে জামায়াত ইসলামীর রাজ-নীতির সাথে জড়িত। তিনি শূরা কমিটির সদস্য। তিনি বর্তমানে বান্দরবান জেলা পরিষদের সদস্য। ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদ নাগরিক পরিষদ সংগঠনের সাথে জড়িত। ১৯৯১ সাল থেকে তিনি রাজনীতির সাথে জড়িত।
এড. আবুল কালাম দলটির পাশাপাশি পার্বত্য তিনি ইসলামী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছিলেন। তবে তিনি বান্দরবানে নতুন মুখ। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্তক্রমে তিনি বান্দরবান সংসদীয় আসন থেকে মনোনয়ন নিয়েছেন বলে জানিয়েছেন।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর