প্রচন্ড ঠান্ডার পাশাপাশি শিশির বৃষ্টিতে জবুথবু হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। স্থানীয় বদলগাছী আবহাওয়া অফিস জানিয়েছে মঙ্গলবার সকাল ৯ টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। জয়পুরহাট শহরের রেলওয়ে হকার্স মার্কেট ঘুরে দেখা যায়, ছিন্নমূল মানুষেরা গরম কাপড় কিনছেন তাদের সাধ্যমত। প্রচন্ড ঠান্ডার কারণে শহরের অনেক দোকান বন্ধ। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে কেউ বের হচ্ছেন না। অনেকে আগুন জ্বালিয়ে শীত নিবারন করছেন।
জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ সরদার রাশেদ মোবারক জানান, ঠান্ডা জনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের ভির বেশি দেখা যাচ্ছে বলে জানান তিনি।
জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম জানান, জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় শীতার্ত মানুষের জন্য সরকারি ভাবে বরাদ্দকৃত ৩০ লাখ টাকা দিয়ে ১০ হাজার কম্বল কেনা হয়েছে।। যা ইতোমধ্যে উপজেলা পর্যায়ে বিতরণ করার জন্যে বরাদ্দ প্রদান করা হয়েছে। এ ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাওয়া সাড়ে ৭ হাজার কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
কুশল/সাএ
সর্বশেষ খবর