সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রীড়াঙ্গনে। বিসিবি ও বাফুফেসহ দেশের শীর্ষ ক্রীড়া সংগঠনগুলোর পাশাপাশি জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ ক্রীড়াজগতের তারকারা শোক ও সমবেদনা জানিয়েছেন। শোক জানিয়েছেন জাতীয় দলের সাকেব অধিনায়ক মাশরাফী বিন মোর্তজাও।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করে মাশরাফী লেখেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাচ্ছি। এই কঠিন সময়ে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা।’
খালেদা জিয়ার রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে মাশরাফী আরও লেখেন, ‘রাজনীতির পথচলায় দীর্ঘ লড়াইয়ে তার অবদান দেশের মানুষ মনে রাখবে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দেবেন।’
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণজনিত শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে নিউমোনিয়ার পাশাপাশি কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসজনিত জটিলতা দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর