বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির বলেছেন, বাংলাদেশ আজ স্তব্ধ ও শোকাহত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু দেশনেত্রী ছিলেন না, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক মহলে তিনি যেভাবে সমাদৃত ছিলেন, সারা পৃথিবীর মানুষ তাকে সেভাবেই মনে রাখবে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, বাংলাদেশে যে কয়েকটি শোকের কালো অধ্যায় আছে, আজকের দিনটিও সেরকম।
তিনি জানান, সকাল ৬টার কিছুক্ষণ পরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ একটি বার্তা পাঠান, যেখানে তিনি দেশনেত্রী সংকটাপন্ন বলে উল্লেখ করেন। তার কিছুক্ষণ পরেই এই ভয়াবহ শোকাবহ সংবাদটি পান। পঞ্চগড়ের মানুষ, সারা বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বের মানুষ এই ক্ষণটিকে একটি শোকের ক্ষণ হিসেবে মনে রাখবে।
পঞ্চগড়ে বিএনপির কার্যালয়ে মঙ্গলবার দুপুরে বেগম খালেদা জিয়ার মৃত্যুর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি অফিসে পবিত্র কোরআন তেলাওয়াত করা হচ্ছে এবং একটি শোক বইও খোলা হয়েছে। বিএনপির নেতাকর্মীর ভিড় করছেন সেখানে।
এসময় তিনি বলেন, খালেদা জিয়া এমন একজন মানুষ ছিলেন যে সৌদি বাদশাহ তার জন্য সমস্ত যোগাযোগের দ্বার উন্মুক্ত করেছিলেন। তিনি ক্ষমতায় থাকাকালে শেখ মুজিবুর রহমানের নামে পিজি হাসপাতালের নাম পরিবর্তনের কথা উঠলে তিনি বলেছিলেন, 'আমি দেশের জন্য কাজ করতে এসেছি, নাম পরিবর্তন করতে আসিনি।' উদারনৈতিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বাংলাদেশে অমর হয়ে থাকবেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর