অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ড্যামিয়েন মার্টিন গুরুতর অসুস্থ হয়ে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। মেনিনজাইটিসে আক্রান্ত এই তারকাকে বর্তমানে কৃত্রিম কোমায় রাখা হয়েছে এবং তাঁর অবস্থাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
৫৪ বছর বয়সী মার্টিন ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়ার পর তাঁর মেনিনজাইটিসের খবর পাওয়া যায়। গোল্ড কোস্ট বিশ্ববিদ্যালয় হাসপাতালের মুখপাত্র জানান, মার্টিনের অবস্থা গুরুতর। সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি স্পিনার ড্যারেন লেম্যান তাঁর দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা জানিয়েছেন।
অ্যাডাম গিলক্রিস্ট বলেছেন, মার্টিনের উন্নত চিকিৎসা চলছে এবং তাঁর পরিবার জানেন বহু মানুষ তার জন্য প্রার্থনা করছেন। আশা করা হচ্ছে, খুব দ্রুত তিনি কোমা থেকে বেরিয়ে আসবেন।
ড্যামিয়েন মার্টিন অস্ট্রেলিয়ার জার্সিতে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৬৭ টেস্ট, ২০৮ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি খেলেছেন। আন্তর্জাতিক ক্যারিয়ারে মোট ২৭৯ ম্যাচে ৯৮৭২ রান করেছেন, যার মধ্যে রয়েছে ১৮ সেঞ্চুরি ও ৬১ ফিফটি। তিনি ১৯৯৯ ও ২০০৩ সালে ওয়ানডে বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন এবং ২০০৬ সালে চ্যাম্পিয়নস ট্রফিও জিতেছেন। বিশ্বকাপজয়ী এই ক্রিকেটারের দ্রুত সুস্থতার জন্য সবাই দোয়া করছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর